খালাস পেলেন তারেক রহমানের পিএস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) মিয়া নূরউদ্দিন অপু সন্ত্রাসবিরোধী আইনের মামলায় খালাস পেয়েছেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় মঙ্গলবার (১২ নভেম্বর) তাকে খালাস দেয় ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।

Islami Bank

ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী, মামলাটি সত্য নয়। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে সাবেক ছাত্রদল নেতা ও শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী নুরউদ্দিন অপুসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন র‌্যাব-৩ এর তৎকালীন ডিএডি ইব্রাহিম হোসেন। ২০২১ সালের ১৩ জুন চার্জশিট দেওয়া হয়। সাক্ষ্য-প্রমাণে দোষী সাব্যস্ত করার কোনো উপাদান না পাওয়ায় অপুকে খালাস দিয়েছেন আদালত।

one pherma

আইনজীবীরা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে উদ্দেশ্যে প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসাবশত হয়ে এ মামলা করা হয়। মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়। অসুস্থতার গ্রাউন্ডে জামিন চাওয়া হলেও দীর্ঘদিন তাকে জামিন দেওয়া হয়নি। অবশেষে ট্রাইব্যুনাল তাকে খালাস দিল। মিয়া নুরউদ্দিন অপু ৬ বছর ৭ মাস কারাগারে বন্দী ছিলেন। গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গত ৬ আগস্ট জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বের হন তিনি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us