বুধবার (২২ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন। এর আগে ৯টার দিকে শিক্ষার্থীরা গাছের ডালে ঝুলন্ত মরদেহটি দেখে পুলিশ ও প্রক্টরিয়াল টিমকে জানান।
শিক্ষার্থীরা জানান, তারা সকালে ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এ সময় দেখেন কিছু মানুষ জটলা হয়ে ওপরে তাকিয়ে আছে। পরে সেখানে গিয়ে তারা ঝুলন্ত মরদেহটি দেখতে পান।
মরদেহ উদ্ধার করতে আসা ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, ঢাবির জিমনেসিয়াম এলাকায় গাছে ঝুলে থাকা অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স ৫০ এর কাছাকাছি। তার পরিচয় জানা যায়নি। মরদেহ নামিয়ে ঢামেক মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমদ বলেন, সকালে আমরা জানতে পারি জিমনেসিয়াম এলাকায় গাছে একজন ব্যক্তির মরদেহ ঝুলে আছে। পরে আমরা পুলিশকে জানালে তারা ফায়ার সার্ভিসের সাহায্যে মরদেহ নামিয়ে মর্গে পাঠায়। মৃত্যুর কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.