নারী চেয়ারম্যান হলেন রুমকি
জেলা প্রতিনিধি, নওগাঁ
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নওগাঁর রাণীনগর উপজেলার ৮ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলায় ও সদর ইউনিয়নে প্রথম নারী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মোছা: চন্দনা সারমিন (রুমকি) যুবলীগ নেতা মরহুম গোলাম মোস্তফার স্ত্রী।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি খট্টেশ্বর রাণীনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন ।
এবারের নির্বাচনে রুমকি নৌকা প্রতীকে ১১হাজার ৩৫৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র) প্রার্থী ফরহাদ হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ হাজার ১৪টি।
নির্বাচিত হওয়ার পর রুমকি বলেন, আমার শ্বশুড় মরহুম আজিম উদ্দিন প্রথমে এই ইউনিয়নের মেম্বার ও পরে চেয়ারম্যান হিসেবে এবং সর্বশেষ বড় ভাই বর্তমান সাংসদ আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল চেয়ারম্যান নির্বাচিত হয়ে সততা আর নিষ্ঠার সঙ্গে এই ইউনিয়নবাসীর সেবা করেছেন। সেই স্বপ্ন দেখেছিলেন আমার স্বামী গোলাম মোস্তফা।
প্রতিপক্ষ তাকে রাজনৈতিক ভাবে দুইবার বিজয়ী হতে দেয়নি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথম একজন নারী হিসেবে আমাকে দলীয় মনোনয়ন দিয়ে ছিলেন। আর এই ইউনিয়নবাসী আমার স্বামীকে ভালোবেসে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন তাই আমি সবার কাছে চিরকৃতজ্ঞ।
তিনি আরও বলেন, আমি আশা রাখি আগামী দিনের নতুন পথচলায় এভাবেই সকলের কাছ থেকে পরামর্শ ও সহযোগিতা পাবো। আমি সকলকে সঙ্গে নিয়ে এই ইউনিয়নকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি ডিজিটাল ও মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিতে কাজ করতে চাই।
ইবাংলা /টিআর /১৩ নভেম্বর ২০২১