ইউএনওর নাম্বর ক্লোন করে চাঁদাবাজি

জেলা প্রতিনিধি , গাইবান্ধা

সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইউএনও এর অফিসিয়াল ফোন নাম্বার ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ ওঠেছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইউএনও মোহাম্মদ আল-মারুফ এর নাম্বার ক্লোন হওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান তিনি।

Islami Bank

এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুন্দরগঞ্জ উপজেলার সব প্রার্থী ও সাধারণ জনগণকে টাকা লেনদেনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

জানা যায় শুক্রবার রাতে ইউএনওর নাম্বার থেকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নাজমুল চেয়ারম্যানকে ফোন দিয়ে নির্বাচন উপলক্ষে অর্থ চাওয়া হয়েছে।

one pherma

এ বিষয়ে ইউএনও মোহাম্মদ আল-মারুফ বলেন, বামনডাঙ্গা ইউনিয়নের নাজমুল চেয়ারম্যান আমাকে ফোন দিয়ে জানান, আমার নাম্বার থেকে ফোন দিয়ে নির্বাচন উপলক্ষে অর্থ চাওয়া হয়েছে। তখনই আমার সন্দেহ হয় এবং বুঝতে পারি আমার মোবাইল নাম্বার ক্লোন করা হয়েছে। তাৎক্ষণিক সবাইকে সচেতন করতে ফেসবুকে একটি পোস্ট করি।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আসন্ন ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই প্রতারণা শুরু করেছে একটি প্রতারক চক্র। এ ব্যাপারে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইউএনও।

ইবাংলা /টিপি /১৩ নভেম্বর ২০২১

Contact Us