শ্রীপুরে প্রয়াত ব্যবসায়ী মোশারফ সরকারের দুই পত্নীর হুলস্থুল কাণ্ড!

এস এম জহিরুল ইসলাম,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে প্রয়াত ব্যবসায়ী মোশারফ সরকারের দুই স্ত্রী সেলিনা মোশারফ ও পায়েল সরকারের মধ্যে চলমান বিরোধ ও পাল্টাপাল্টি অভিযোগ স্থানীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই দুই পক্ষের মধ্যে ইতোমধ্যেই থানায় ও আদালতে একাধিক মামলা দায়ের হয়েছে।

Islami Bank

২য় স্ত্রী পায়েল সরকার জানান, তিনি এখন পর্যন্ত থানায় ও আদালতে মোট পাঁচটি মামলা দায়ের করেছেন। তবে অন্যদিকে, তিনিও পাল্টা মামলায় আসামি হয়েছেন। এ বিষয়ে পায়েল বলেন, “আমি আইনি পথে সমস্যার সমাধান করার চেষ্টা করছি। কিন্তু প্রথম স্ত্রী সেলিনা মোশাররফ বারবার আমাদের বাড়িতে হামলা চালাচ্ছেন এবং আমাদের জীবন দুর্বিষহ করে তুলছেন। গত ২০২৪ সালের জানুয়ারিতে সেলিনা মোশারফ আমাদের বাড়িতে হামলা চালিয়ে আমাকে ও আমার পরিবারের লোকজনকে মারধর করেছেন, যা এখনও আমাদের মনে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে।”

অন্যদিকে, প্রয়াত ব্যবসায়ীর প্রথম স্ত্রী সেলিনা মোশাররফ নিজেকে ভুক্তভোগী দাবি করে পাল্টা অভিযোগ করেন। তিনি জানান, “স্বামীর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে ২য় স্ত্রী পায়েল সরকার অহেতুক ঝামেলা করছেন এবং আমার পরিবারকে হয়রানি করছেন।”

গত ২৫ জানুয়ারি প্রয়াত মোশারফ সরকারের রেখে যাওয়া একটি টিনশেড বাড়ি দখল নিতে মিলাদের নামে খিচুড়ি ভোজের আয়োজন করেন সেলিনা মোশারফ। তবে এ আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ মোশাররফ সরকারের মৃত্যুবার্ষিকী ছিল অক্টোবর মাসে। এমন আয়োজনের সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন সেলিনা মোশাররফ।

one pherma

অতঃপর মিলাদের ঘটনার পরদিন রাতে অপরিচিত কয়েকজন ২য় স্ত্রী’র কসমেটিকসের দোকান ভাঙচুর করে। পায়েল সরকার ভাঙচুরের ঘটনায় অপর পত্নীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে সেটা আমলে নেয়নি থানা পুলিশ। তাই পায়েল সরকার শ্রীপুর থানা পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করে বলেন, “প্রথম স্ত্রী বারবার আমাদের বাড়িতে হামলা করলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। থানায় অভিযোগ করলে সঠিক বিচার পাওয়া যায় না।”

গাজীপুর জেলা পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক এ বিষয়ে বলেন, “দুই স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারামারি নিয়ে শ্রীপুর থানায় অনেকগুলো মামলা হয়েছে। তারা প্রায়ই এসব ঘটনায় জড়ায়। প্রতিবার মামলা গ্রহণ করা সম্ভব নয়। তাদের দু’জনেরই কাউন্সিলিং প্রয়োজন।”

বর্তমানে, প্রয়াত ব্যবসায়ীর সম্পত্তি নিয়ে এই বিরোধ আরও জটিল আকার ধারণ করেছে। স্থানীয় জনগণ এই সমস্যার একটি কার্যকর সমাধান চায়। প্রশাসনের পক্ষ থেকে দুই পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।

ইবাংলা/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us