মার্চে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব

ইবাংলা প্রতিবেদক

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী ১৩ থেকে ১৬ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফরে আসছেন। এই সফরে তিনি ঢাকায় অবস্থান করবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসছেন।

Islami Bank

আরও পড়ুন…ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা সেনাপ্রধানের

সফরের বিস্তারিত সূচি এখনও প্রকাশ করা হয়নি। গত ৭ ফেব্রুয়ারি, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রোহিঙ্গা ও অগ্রাধিকার বিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন।

one pherma

এছাড়া, জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব মার্চের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফর করবেন এবং কক্সবাজারের শিবিরে থাকা রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন। এর আগে ২০১৮ সালের জুলাই মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস।

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গুতেরেস এখন বাংলাদেশ সফরে আসছেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টার আমন্ত্রণপত্রটি গুতেরেসের কাছে হস্তান্তর করেন। সফরের সময়সূচি ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।
ইবাংলা/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us