বিচারকের `ক্ষমতা কেড়ে নেওয়া’ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বনানীতে চার বছর আগে রেইনট্রি হোটেলে দু’জন শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় পাঁচ আসামিকে খালাস দেওয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোছা: কামরুন্নাহারের ক্ষমতা কেড়ে নেওয়া (পাওয়ার সিজ) হচ্ছে।

Islami Bank

শনিবার (১৩ নভেম্বর) সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন। ৭২ ঘণ্টা পরে ধর্ষণ মামলা না নেওয়ার জন্য ওই বিচারকের পর্যবেক্ষণ অসাংবিধানিক বলেও মন্তব্য করেছেন আইনমন্ত্রী।

আরও পড়ুন: রেইনট্রি কাণ্ডে পাঁচ আসামিই খালাস!

গত বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের আদালত রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলা থেকে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ ৫ আসামিকে খালাস দেন।

one pherma

এ মামলার রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, ধর্ষণের ঘটনায় ৭২ ঘণ্টার পরে ডাক্তারি পরীক্ষায় আলামত প্রমাণ সম্ভব না। তাই ঘটনার ৭২ ঘণ্টা পার হলে যেন মামলা না নেয়, পুলিশকে সেই ‘পরামর্শ’ দিয়েছেন বিচারক।

১ মিনিটে আরও পড়ুন: ‘দুই তরুণী যৌনকর্মে অভ্যস্ত ছিল’

এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন। আইনজীবী, নারী অধিকারকর্মী, সমাজবিজ্ঞানী, অপরাধবিজ্ঞানীসহ সচেতন মহলও এই মামলার রায়ের পর্যবেক্ষণে সন্তুষ্ট হতে পারেননি।

ইবাংলা /টিআর /১৩ নভেম্বর ২০২১

Contact Us