বিয়ে করলেন মার্কিন তারকা

তাসিন

অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মার্কিন গায়িকা ও নায়িকা প্যারিস হিলটন। ৪০ বছর বয়সী এই মার্কিন তারকা বিয়ের পর্ব সেরে ফেললেন প্রেমিক কার্টার রিয়ামের সঙ্গে। কয়েক দশক ধরে কার্টার রিয়ামের সঙ্গে পরিচয় মার্কিন অভিনেত্রী-গায়িকা প্যারিস হিলটনের। তবে প্রেমের শুরুটা ২০১৯ সালে।

Islami Bank

আরও পড়ুন : মৎস্যকন্যা রূপে জাহ্নবী

জীবনের নতুন অধ্যায় শুরু করতে খুব বেশি সময় লাগালেন না তাঁরা। গত ১১ নভেম্বর অভিনেত্রী, গায়িকা প্যারিস হিলটনের ঠাকুরদা ব্যারোন হিলটনের বেল এয়ার এস্টেটে বসেছিল এই বিয়ের আসর। রাখা হয়েছে ঝাঁকজমক আয়োজন।

ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও প্রকাশ করে বিয়ের খবরটি নিজেই সবাইকে জানিয়েছেন প্যারিস হিলটন। প্রকাশিত ছবিতে সাদা গাউনে নজর কেড়েছেন তিনি।

one pherma

বেশ কয়েক মাস আগে এক সাক্ষাত্কারে এই অভিনেত্রী বলেন, ‘রিয়াম আমার স্বপ্নের পুরুষ, ওর সঙ্গে বিয়ের পরিকল্পনা, বাচ্চাদের নাম সব ভেবে ফেলেছি!’

আরও পড়ুন : রা আমার বিয়ের জন্য টাকা খরচ করেনি

বেল এয়ার এস্টেটে তিনদিন ধরে চলছে বিভিন্ন আনুষ্ঠানিকতা। প্যারিসের ব্রাইডস মেইট তালিকায় ছিলেন হাল্লে হ্যামন্ড, টেসা গ্রাফিনরা, এমা রবার্টস, অ্যাসলে বেনসন, বেবে রেক্সার মতো তারকারা।

এর আগে অবশ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে প্রেমিকের সঙ্গে বাগদানের খবর প্রকাশ করেছিলেন হিলটন।

ইবাংলা /এইচ /১৩ নভেম্বর, ২০২১

Contact Us