৪ দিনের রিমান্ডে ঢাকা-২০ আসনের সাবেক এমপি মালেক

ইবাংলা ডেস্ক

ছাত্র-জনতার আন্দোলনের সময় আশুলিয়া থানার রিয়াজুল হত্যা মামলায় ঢাকা-২০ আসনের সাবেক এমপি এম এ মালেককে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত এই আদেশ দেন।

Islami Bank

এর আগে, বুধবার এম এ মালেককে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালয় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

one pherma

প্রসঙ্গত, গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মোট চারটি হত্যা মামলা রয়েছে।উল্লেখ্য, এম এ মালেক ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হন তিনি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us