জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কমিশন সদর দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে প্রবাসীরা

প্রবাস বাংলা ডেস্ক

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের (ইউএনএইচআরসি) সদর দপ্তরের সামনে ঐতিহাসিক ব্রোকেন চেয়ারের পাশে একটি প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে ইউএনএইচআরসির পক্ষ থেকে পেশ করা পক্ষপাতদুষ্ট রিপোর্ট প্রত্যাহারের দাবি জানানো হয়।

Islami Bank

আরও পড়ুন…ঐতিহাসিক ৭ মার্চ: ইতিহাসে চিরঅম্লান একটি স্বাধীনতা

শুক্রবার (৭ মার্চ) এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সুইজারল্যান্ড আওয়ামী লীগ এবং এর সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জামাদার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্যামল খান এর পরিচালনায়।

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবাদ সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। অল-ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি এম. নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে সুইজারল্যান্ড আওয়ামী লীগের প্রতিনিধিদের সাথে সাথে ইউরোপের বিভিন্ন আওয়ামী লীগ শাখার নেতারা বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন পলাশ বড়ুয়া, অরুণ বড়ুয়া, খালিলুর রহমান, মো. মোহসিন, আবদুর রব, মশিউর রহমান সুমন, আশরাফুল ইসলাম আজাদ, হেলাল চৌধুরী, ক্যালান পাল, মাসুম খান দুলাল, আকাশ আলী, সাজিয়া রহমান, গৌরি চরাম শাশিম, আয়ান জুনাইদ, সমিরান বড়ুয়া জিশু, বেলাল চৌধুরী, ফুয়াদ হাসান, তারেক আল মাহমুদ, আজগার হোসেন, এবং অস্ট্রিয়া আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি শাখার সদস্য হারুন-অর-রশিদ আরিফ।

one pherma

প্রতিবাদ পত্র জাতিসংঘ মানবাধিকার কমিশনে জমা দেয়া
প্রতিবাদ সমাবেশের শেষে একটি আনুষ্ঠানিক প্রতিবাদ পত্র ইউএনএইচআরসি’র সভাপতি মিঃ ভোলকার তুর্কের কাছে জমা দেওয়া হয়, যেখানে বলা হয়: “একটি একপেশে রিপোর্ট অবৈধ ইউনুস সরকারের নির্দেশে প্রস্তুত করা হয়েছে। এই পক্ষপাতদুষ্ট রিপোর্টটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে।”

এই প্রতিবাদ পত্র কমিশনের পক্ষে একজন কর্মকর্তা গ্রহণ করেন।
প্রতিবাদ পত্রটি হস্তান্তর করেন: এম. নজরুল ইসলাম, অল-ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, মানবাধিকার কর্মী, লেখক এবং অস্ট্রিয়া ভিত্তিক সাংবাদিক জামাদার নজরুল ইসলাম, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শ্যামল খান, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক • হারুন-অর-রশিদ আরিফ, অস্ট্রিয়া ভিত্তিক প্রবাসী গৌরি চরাম শাশিম, সুইজারল্যান্ড ভিত্তিক প্রবাসী

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা
প্রতিবাদকারীরা অবৈধ ইউনুস সরকারের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানান, এর মধ্যে অন্তর্ভুক্ত: সংখ্যালঘুদের টার্গেটকৃত হত্যাকাণ্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও কর্মীদের প্রতি নির্যাতন সংখ্যালঘুদের মালিকানাধীন বাড়ি ও ব্যবসা লুট এবং দখল এসব নৃশংসতার প্রমাণ হিসেবে বিস্তারিত রিপোর্ট এবং ডকুমেন্টেশন প্রতিবাদ পত্রের সাথে জমা দেওয়া হয়। সূত্র: ক্লিক

ইবাংলা/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us