বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,পুলিশসহ আহত ৪ রাজশাহীতে

ইবাংলা ডেস্ক

রাজশাহীর দড়িখরবনা মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে নগরীর দড়িখরবনা গ্রুপ ও রেলগেটের বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

Islami Bank

জানা গেছে, সংঘর্ষের সময় উভয় গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ঘটনাস্থলে আটটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ওই সময়ের তিনটি গুলির শব্দ শোনা যায়।

উভয় গ্রুপ চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ সদস্য তোফাজ্জল হোসেন আহত হন। এ সময় রাস্তার পাশে থাকা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়।

one pherma

মূলত, বৃহস্পতিবার রাতে, নগরীর দড়িখড়বোনা এলাকার মুন রাবেয়া টাওয়ার থেকে যুবলীগ নেতা সাব্বির বাবুকে ধরিয়ে দেয় বিএনপি মহিলা দলের এক নেত্রী।

এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় মহিলা দলের সেই নেত্রীর বাড়িতে বিএনপির এক পক্ষ ও আওয়ামী লীগের কয়েকজন কর্মী ভাঙচুর করে। এরপর দুই গ্রুপের সঙ্গে রেলগেটের একটি গ্রুপের সংঘর্ষ শুরু হয়।পরবর্তীতে রাত ১১ টার পরে, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us