মহারাষ্ট্রে ‘বন্দুকযুদ্ধে’ ২৬ মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের গভীর জঙ্গলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ২৬ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। এ ছাড়া বন্দুকযুদ্ধে দেশটির পুলিশের চার সদস্যও গুরুতর আহত হয়েছেন।

Islami Bank

শনিবার (১৩ নভেম্বর) রাজ্যের রাজধানী মুম্বাই থেকে ৯০০ কিলোমিটারের বেশি দূরের গড়চিরৌলি জেলায় বন্দুকযুদ্ধে হতাহতের এই ঘটনা ঘটেছে। গড়চিরৌলির পুলিশ সুপার অঙ্কিত গোয়েল বলেন, ‘শনিবার সকাল থেকে গড়চিরৌলির মারদিনতলার কোরচি এলাকায় মাওবাদী খোঁজে তল্লাশি অভিযান চালায় মহারাষ্ট্র পুলিশের বিশেষ কমান্ডো দল ‘সি-৬০’।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুন্ডে। এ সময় মাওবাদীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।’ তিনি আরও বলেন, ‘অভিযানে এখন পর্যন্ত ২৬ জন মাওবাদীর মরদেহ আমরা উদ্ধার করতে পেরেছি। এখনও তল্লাশি অভিযান চলছে।’

যদিও নিহত মাওবাদীদের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে ভারতীয় গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে বলছে, নিহতদের মধ্যে একজন শীর্ষ মাওবাদী নেতা রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

one pherma

আরো পড়ুন: সন্ত্রাসীদের গুলিতে ৩ সেনা নিহত

পুলিশ সুপার অঙ্কিত গোয়েল আরও জানান, অভিযানে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে নাগপুর নেওয়া হয়েছে।

ইবাংলা/এএমখান/ টিপি/১৪ নভেম্বর, ২০২১

Contact Us