সন্ত্রাসীদের গুলিতে ৩ সেনা নিহত

ইবাংলা ডেস্ক

ভারতের মণিপুরে সন্ত্রাসীদের গুলিতে স্ত্রী ও সন্তানসহ আসাম রাইফেলসের এক কর্নেল ও ৩ সদস্য নিহত হয়েছেন। ঘটনার পরেই মিয়ানমার সীমান্তবর্তী মণিপুরের ওই এলাকায় অভিযানে নেমেছে সেনা এবং আসাম রাইফেলস। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত দু’জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার  (১৩ নভেম্বর) সকালে মিয়ানমার সীমান্তবর্তী চূড়াচাঁদপুর জেলায় এ ঘটনা ঘটে।

Islami Bank

আরও পড়ুন: বাড়ির সামনেই পুলিশ গুলি করে হত্যা

পুলিশ সূত্রে জানা যায়, নিহত কর্নেল বিপ্লব ত্রিপাঠী আসাম রাইফেলসের ৪৬ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার ছিলেন। বেহিয়াং থানার অন্তর্গত সিংঘাটের কাছে সায়লসি এবং সেকেন গ্রামের মধ্যবর্তী জঙ্গল ঘেরা এলাকায় তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।

one pherma

কনভয়ের অন্য গাড়ি থেকে সেনা সদস্যরা পাল্টা গুলি চালালে জঙ্গিরা গা ঢাকা দেয়। ঘটনার পরেই মিয়ানমার সীমান্তবর্তী মণিপুরের ওই এলাকায় অভিযানে নেমেছে সেনা এবং আসাম রাইফেলস।

হামলার পিছনে মণিপুরের জঙ্গিগোষ্ঠী ‘পিপলস লিবারেশন আর্মি অফ মণিপুর’ (পিএলএএম) এবং মায়ানমারে ঘাঁটি গেড়ে থাকা নাগা জঙ্গিগোষ্ঠী এনএসসিএন (খাপলাং) গোষ্ঠীরও হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। গত বছরের মণিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেলসের কনভয়ে হামলা চালিয়েছিল এই নাগা জঙ্গিগোষ্ঠী। ওই হামলায় তিন সেনা সদস্য নিহত হয়েছিলেন।

ইবাংলা/ নাঈম/ ১৩ নভেম্বর, ২০২১

Contact Us