নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া নিখোঁজ হওয়ার ঘটনায় আজ একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) নিখোঁজ ছাত্রীর বাবা মো. আব্দুল কুদ্দুস রাজধানীর ভাটারা থানায় এই সাধারণ ডায়েরি করেন।
তাহিয়ার পরিবারের পক্ষ থেকে জানা গেছে, নিখোঁজের একদিন পর পুলিশে যোগাযোগ করা হলেও তার (তাহিয়া) কোনো খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে ডিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
জিডির তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ বলেন, তাহিয়ার বাড়ি উত্তরা ১১ নম্বর সেক্টরে। গত ২৮ এপ্রিল তিনি উত্তরা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দিতে আসেন।
আরও পড়ুন…চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সেদিন ছিল তার শেষ পরীক্ষা। পরীক্ষার পর থেকে তিনি নিখোঁজ। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ। সিসিটিভির ফুটেজ অনুযায়ী, সবশেষ তাকে বসুন্ধরা ঘাটপাড়ে দেখা গেছে।
তিনি আরও বলেন, ওই ছাত্রীর খোঁজে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। সিডিআর অ্যানালাইসিস করা হচ্ছে। তিনি তার কোনো বান্ধবীর বাসায় গেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
নিখোঁজ তাহিয়ার বাবা মো. আব্দুল কুদ্দুসের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মানসিকভাবে বিপর্যস্ত। এখন এ সংক্রান্ত কথাবার্তা বলার অবস্থায় নেই।
এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, আমরা ওই নিখোঁজ ছাত্রীর খোঁজে চেষ্টা চালাচ্ছি। নিখোঁজের নেপথ্যে কি কি কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.