বিশ্বকাপ অনিশ্চিত রোনালদোর

ক্রীড়া ডেস্ক :

বিশ্বকাপের টিকিট পেতে একটি পয়েন্টই যথেষ্ট ছিল পর্তুগালের জন্য।  তবে ভাগ্য তাদের সহায় হলো না।  শেষ মিনিটে অঘটনের শিকার ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।  বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপের শেষ ম্যাচে সার্বিয়ার কছে ২-১ গোলে হেরে যায় পর্তুগিজরা।  এতে ২০২২ সালের বিশ্বকাপে সার্বিয়া সরাসরি খেলার টিকিট পেলেও বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়েছে পর্তুগালের।

এই পরাজয়ে অপেক্ষা বাড়ল রোনালদোদের।  কাতার বিশ্বকাপের টিকিট পেতে এখন প্লে-অফ খেলতে হবে তার দেশকে।

রোববার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নিজেদের ঘরের মাঠে সার্বিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল পর্তুগাল।  ম্যাচের শুরুর মাত্র দুই মিনিটের মাথায় বার্নার্দো সিলভার অসাধারণ এক পাসে জালে বল জড়িয়ে শুভ সূচনা করেন পর্তুগিজ মিডফিল্ডার রেনাতো সানচেজ।  তারপর দুই দলই একের পর এক আক্রমণ করতে থাকে।

আরও পড়ুন : সবার আগে কাতার বিশ্বকাপে ব্রাজিল

ম্যাচের ৩৩ মিনিটের সময় সুফল পায় সার্বিয়ানরা।  মিডফিল্ডার সাসা লুকিচের অসাধারণ পাস থেকে দৃষ্টিনন্দন এক গোল করেন আরেক মিডফিল্ডার ডুসান টেডিচ।  ফলে সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কিছু পরিবর্তন আনে খেলার গতি পরিবর্তন করতে।  বেশ কিছু আক্রমণও দেখা যায়। কিন্তু জয়সূচক গোলটি হয় ম্যাচ শেষ হওয়ার একটু আগে।  ম্যাচের ৯০ মিনিটের সার্বিয়ান স্ট্রাইকার হেডে পর্তুগালের জালে বল জড়িয়ে নিজেদের জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন : নেটিজেনদের ঘুম কেড়েছেন এই গলফার

খেলা শেষ হলে অতিরিক্ত চার মিনিট খেলেও পর্তুগাল গোল পরিশোধ করতে পারেনি।  ২-১ গোলে হেরে ম্যাচ শেষ করেছে পর্তুগাল।  পুরো ম্যাচে পর্তুগাল শট নিয়েছেন ৯টি তার মধ্যে জালে লক্ষ্য করে ছিল ৩টি এবং সার্বিয়া শট নিয়েছে ১১টি গোল পোস্ট বরাবর গিয়েছে ৩টি।

এই জয়ের সুবাদে ‘এ’ গ্রুপ থেকে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সার্বিয়া।  সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হয়েছে পর্তুগাল।  যে কারণে তাদের খেলতে হবে প্লে-অফে।

ইবাংলা/এএমখান/১৫ নভেম্বর, ২০২১

Contact Us