গাজা উপত্যকাজুড়ে তীব্র অভিযান ও হত্যাযজ্ঞ চালানোর মধ্যেই একইদিনে আরো তিনদেশে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। বিশেষ করে ইসরায়েলের অন্যতম প্রধান বিমানবন্দরে হুতির হামলার জেরে পাল্টা আক্রমণের হুঁশিয়ারির পরই ইয়েমেনে হামলা করেছে ইসরায়েল।
মঙ্গলবার (৬ মে) সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ফিলিস্তিনের গাজা ও ইয়েমেন ছাড়াও সিরিয়া ও লেবাননেও সোমবার হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় কমপক্ষে ৫৪ জন নিহতের খবর পাওয়া গেছে।
গাজা উপত্যকা দখলে নিতে উঠে পড়ে লেগেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘গাজার ২০ লক্ষেরও বেশি মানুষকে নতুন স্থল অভিযানের মাধ্যমে অন্যত্র স্থানান্তরিত করা হবে।
চারদেশে হামলার মধ্যে ইয়েমেনে ৩০টি যুদ্ধবিমান নিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে তেল আবিব। এক্স পোস্টে সোমবার (৫ মে) এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
আরও পড়ুন…ব্যবসায়ীকে জবাই করে হত্যা, ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
এতে বলা হয়েছে, ইসরায়েলে হামলা চালানোর পাল্টা পদক্ষেপ হিসেবে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালানো হয়েছে।ইসরায়েল জানিয়েছে, ইয়েমেনের হোদেইদা বন্দর এলাকায় ‘সন্ত্রাসী অবকাঠামো’ এবং হোদেইদার পূর্বে একটি কংক্রিট কারখানায় হামলা চালানো হয়েছে।
এদিকে আগামী সপ্তাহে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে তিন দিনের সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৩ থেকে ১৫ মে পর্যন্ত এই সফরে ট্রাম্প দ্বিপাক্ষিক বিষয় এবং বিনিয়োগের ওপর মনোনিবেশ করবেন বলে আশা করা হচ্ছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.