শেখ হাসিনা দোসর কিবরিয়া দম্পতি এনআরবি ইসলামী লাইফের শীর্ষ পদে বহাল

নিজস্ব প্রতিবেদক

জুলাই- আগস্ট গণঅভ্যূত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ট সহচর প্রমাণ হওয়ার পরও বহাল তবিয়তেই রয়ে গেছেন এনআরবি ইসলামী লাইফের চেয়ারম্যান কিবরিয়া ও পরিচালক কিবরিয়ার স্ত্রী হোসনে আরা বেগম।

Islami Bank

আরও পড়ুন…জলবায়ু নীতিই অর্থনৈতিক স্থিতিশীলতার চাবিকাঠি”- সাইমন স্টিয়েল

এই দম্পতি হাসিনার খুব কাছের হওয়াতে স্বামী কিবরিয়াকে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং স্ত্রীকে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত করে আওয়ামী লীগ।

কাগজে কলমে কোম্পানির ওভারসিজ এজেন্সি ডিরেক্টর বানিয়ে কমিশনের নামে পাচারের মাধ্যমে লুটে নিয়েছে বিপুল অংকের অর্থ। যার প্রধান সহযোগী কোম্পানির বিতর্কিত সিইও ও আওয়ামী লীগের আরেক অর্থদাতা শাহ্ জামাল হাওলাদার।

one pherma

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তদন্তে এন আর বি ইসালামিক লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক শাহজামালের ৮১ কোটি টাকা আত্মসদ ও বিদেশে টাকা পাচারের দায়ে ব্যবস্থাপনা পরিচালক পদের পূর্ণ নিয়োগের প্রস্তাবনা আই ডি আর এ কতৃক বাতিল করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনআরবি ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির একঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কিবরিয়া ইতালি আওয়ামী লীগের সভাপতি ও ইউরোপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত কাছের হওয়ায় এনআরবি ইসলামী লাইফের ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে টাকা আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচার করিয়েছেন।

সূত্রমতে জানা গেছে এনআরবির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দুর্নীতি বেরিয়ে আসায় এনআরবির চেয়ারম্যান দেশের বাইরে পালিয়ে যাওয়ার পাঁয়তারা করছে। সুতরাং এনআরবির চেয়ারম্যান ও তার স্ত্রীকে (পরিচালক) গোয়েন্দা নজরদারিতে রাখা এবং দ্রুত গ্রেপ্তার জিজ্ঞাসাবাদ করলে আরো অনেক দুর্নীতির কালো বিড়াল বেরিয়ে আসবে।

ইবাংলা/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us