ডাক্তারকে লক্ষ্য করে গুলি

মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের তাইতংপাড়া, রাজস্থলী সরকারি কলেজ সংলগ্ন নিউরো সার্জন, ডাক্তার রেনেনসু তালুকদার (৫৩), কে সোমবার রাত সাড়ে ৯টার দিকে হত্যার উদ্দেশে তাকে লক্ষ্য করে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করেন। গুলিটি ডাক্তার রেনেনসুর বাসার প্রাচীরের বাহির হতে করা হয়েছিল এবং গুলিটি বাসার দক্ষিণ পাশের ২য় তলার জানালায় লেগে কাচ ভেঙ্গে ছিদ্র হয়ে যায়।

Islami Bank

গুলির পর পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। কি কারণে তাকে গুলি করা হয়েছে তা সুনিদিষ্ট তথ্য দেননি ডাঃ রেনেনসো।

one pherma

এ বিষয়ে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ (ওসি) মফজল আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনা শুনেছি। ঘটনার পর পুলিশ পাঠানো হয়েছে। ডাঃ রেনেনসো মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Contact Us