৫ কোটির ঘড়ি কিনে বিপাকে পাণ্ডিয়া

ইবাংলা স্পোর্টস ডেস্ক

দুবাই থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেই বিপাকে পড়েছেন হার্দিক পাণ্ডিয়া। বিমানবন্দরের শুল্ক বিভাগ তার কাছ থেকে ৫ কোটি রুপির দু’টি ঘড়ি আটক করেছে।

Islami Bank

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়ছে রোববার (১৪ নভেম্বর) রাতে দেশে ফিরেন এই ভারতীয় ক্রিকেটার। সেই সময়ে শুল্ক বিভাগ তার কাছ থেকে ৫ কোটি রুপির দু’টি ঘড়ি আটক করে। কারণ, পাণ্ডিয়া যে ঘড়ি কিনেছেন এমন কোনো ক্রয়পত্র তিনি দেখাতে পারেননি। পাশাপাশি ঘড়ি দু’টিকে তিনি কাস্টমস আইটেম হিসেবেও তিনি দেখাননি। সেই কারণেই শুল্ক বিভাগের কর্মকর্তারা তার দামি ঘড়়িগুলো বাজেয়াপ্ত করেন।

এ বিষয়ে পাণ্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রান্ত ধারণা ভাসছে। আমি স্বেচ্ছায় মুম্বাই বিমানবন্দরের শুল্ক বিভাগে গিয়েছিলাম। আমি যে জিনিসগুলো কিনেছি সেগুলো সম্পর্কে জানাই শুল্ক বিভাগকে এবং তার জন্য প্রয়োজনীয় শুল্ক দিয়েছি।

one pherma

এর আগে গতবছর হার্দিকের ভাই কুণাল পাণ্ডিয়াকে মুম্বাই বিমানবন্দরে আটকানো হয়েছিল। গতবছর আইপিএল শেষে দুবাই থেকে ফেরার পথে সোনা ও মূল্যবান সামগ্রী সঙ্গে রাখার জন্য তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

উল্লেখ্য, পাণ্ডিয়ার সংগ্রহে বেশ কিছু দামি ঘড়ি রয়েছে। যার মধ্যে অন্যতম পাটেক ফিলিপে নওশিলয়াস প্লাটিনাম ঘড়িটি

ইবাংলা/ এইচ/ ১৬ নভেম্বর,২০২১

Contact Us