নির্বাচনী সহিংসতা বন্ধে অস্ত্র উদ্ধার অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রের যথেচ্ছ ব্যবহার ও সহিংসতা বন্ধে মাঠপর্যায়ের পুলিশকে এসব অস্ত্র উদ্ধারের নিদের্শ প্রদান করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে মাঠপর্যায়ের পুলিশকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

Islami Bank

আরো পড়ুন: ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে কুপিয়ে জখম

মঙ্গলবার (১৬ নভেম্বর)পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের যথেচ্ছ ব্যবহার বন্ধে মাঠপর্যায়ে সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

এক হাজার সাতটি ইউনিয়নে তৃতীয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। এর আগে গত বৃহস্পতিবার দেশের ৮৩৪ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই ভোট ঘিরে সহিংসতায় একজন চেয়ারম্যান পদপ্রার্থীসহ ১৩ জন নিহত হয়েছেন।এখন পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

one pherma

আরো পড়ুন: দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত

ঢাকার বাইরের একাধিক পুলিশ সুপার জানান, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পুলিশের নিয়মিত কাজ। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা ও সন্দেহভাজন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্বাচনের আগে বৈধ অস্ত্র মালখানায় জমা দেওয়ার নির্দেশনাও জারি হয়েছে বলে জানায় পুলিশ।

ইবাংলা/টিপি/১৭ নভেম্বর২০২১

Contact Us