ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি, মাদারীপুর

নবনির্বাচিত চেয়ারম্যানসহ পাঁচজনকে কুপিয়ে আহত করেছে একদল হামলাকারী। মাদারীপুরের শিবচর ইউনিয়নে পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বাবুল ফকিরের উপর এ হামলা চালান হয়।

Islami Bank

রোববার রাতে কাজীর মোড় এলাকায় বাবুল ফকির সহ পাঁচজনকে কুপিয়ে আহত করে হামলাকারীরা। এ ঘটনার পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহতদের মধ্যে ইউপি চেয়ারম্যান বাবুল ফকির, তার ছেলে সুমন ফকিরসহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

one pherma

পুলিশ ও স্থানীয়রা জানান, শিবচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বাবুল ফকির ও তার ছেলে সুমন ফকির কাজীরমোড় এলাকায় ব্যক্তিগত অফিসে বসে ছিলেন। এ সময় ধারালো অস্ত্র নিয়ে কিছু লোক তাদের ওপর হামলা চালায়। পরে তাদের চিৎকারে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর মেডিকেল অফিসার ডা. রাকিব হোসেন জানান, আহতদের রাত ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বাবুল ফকিরসহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ইবাংলা/ টিপি/১৫ নভেম্বর, ২০২১

Contact Us