ডিজেলের দাম বৃদ্ধি এবং এর ঠিক তিন দিন পরই বাসের ভাড়া বাড়ার পর থেকে যাত্রী এবং পরিবহন শ্রমিকদের কোন্দল থামছেই না। এবার শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে সড়ক আটকে বিক্ষোভ করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। অতিরিক্ত ভাড়া এবং হাফ পাস না থাকায় শিক্ষার্থীদের এ বিক্ষোভ
আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ করে। এরপর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এ সময় সড়ক অবরোধ করে অবিলম্বে হাফ ভাড়া কার্যকর এবং শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের দুর্ব্যবহার বন্ধের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর থেকে মিরপুরের অধিকাংশ বাস বন্ধ রাখেন বাস মালিকেরা। এতে চরম ভোগান্তিতে পরেন সাধারন মানুষ।
ইবাংলা/টিপি/১৮ নভেম্বর, ২০২১