বাসের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বকচর নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকা থেকে যাওয়া হানিফ পরিবহন। যাত্রীবাহী কোচের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত হয়েছে।

Islami Bank

শুক্রবার ( ১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে ভোরে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে তিনজনকে মৃত অবস্থায় পায়। ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও ২ জন এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

one pherma

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মী নুরে আলম জানান, ঢাকা থেকে যাওয়া হানিফ পরিবহনের নৈশকোচ বকচর এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ঘাতক কোচটিকে আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

ইবাংলা /টিআর /১৯  নভেম্বর ২০২১

Contact Us