নিম্ন আদালত ১৭ থেকে ৩১ ডিসেম্বর ছুটি

চলতি বছরের ২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অধস্তন দেওয়ানী আদালতের অবকাশকালীন ছুটি বাতিল করেছেন সুপ্রিম কোর্ট। তবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি বহাল থাকবে।

Islami Bank

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার এ সিদ্ধান্ত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৯ নভেম্বর) জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ নভেম্বর বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী অধস্তন দেওয়ানী আদালতসমূহের ২০২১ সালের ডিসেম্বর মাসের ২ থেকে ১৫ তারিখ পর্যন্ত অবকাশকালীন ছুটি বাতিল করা হলো এবং ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি বহাল থাকবে।

one pherma

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা বিজ্ঞপ্তিটি ১৮ নভেম্বর জারি করা হয়।

সাধারণত পুরো ডিসেম্বর মাস অবকাশে থাকতো নিম্ন আদালত। চলতি বছর সেটি কমানো হয়েছে।

ইবাংলা/ নাঈম/ ১৯ নভেম্বর, ২০২১

Contact Us