বিবাহবার্ষিকীতে স্বামীর জন্য দোয়া সানা খানের

ইবাংলা ডেস্ক

অভিনয়কে বিদায় দিয়ে মুফতি আনাস সাইদকে বিয়ে করে সুখেই কাটছে তার জীবন। সংসার জীবনের প্রথম বছর পূর্ণ করেছেন এই দম্পতি। পা দিয়েছেন দ্বিতীয় বছরে। শনিবার (২০ নভেম্বর) বিবাহবার্ষিকীর দিন স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে তার জন্য দোয়া করেছেন সানা।

Islami Bank

ছবির ক্যাপশনে সানা লেখেন, আমি দ্বীন ও আখিরাত থেকে শুরু করে এর মধ্যবর্তী সবকিছু নিয়ে আপনার জন্য দোয়া করি। যেমন আমি আমার জন্য দোয়া করি, তেমনই আপনার জন্যও দোয়া করছি। কারণ আমি নিজের জন্য যা চাই, আপনার জন্যও তাই চাই।

অভিনেত্রী আরও লেখেন, আপনি আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যান এবং পাপ নয়, আপনি অপেক্ষার যোগ্য ছিলেন। প্রথম বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা।

one pherma

এছাড়া দু’জন মিলে হজে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই সাবেক অভিনেত্রী।

১৫ বছরের ক্যারিয়ারের ইতি টেনে গত বছর অক্টোবরে সকলকে চমকে দিয়ে অভিনয় ছাড়ার ঘোষণা দেন সানা খান। এরপর ইসলামের পথে মনোনিবেশ করেন তিনি।

২০ নভেম্বর গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাস সাইদকে বিয়ে করেন সানা। বিয়ের দুদিন পর স্বামীকে সবার সামনে পরিচয় করিয়ে দেন এই তারকা।

ইবাংলা / এইচ / ২০ নভেম্বর, ২০২১

Contact Us