ক্রিকেটারের গল্পে শহিদ, ট্রেলারেই চমক (ভিডিও)

বলিউডের জনপ্রিয় নায়কদের একজন শহিদ কাপুর।  এবার তিনি এক অসফল ক্রিকেটারের গল্প নিয়ে সিনেমার পর্দায় ফিরছেন।  ছবিটির নাম ‘জার্সি’।  কবীর সিংয়ের ইমেজ ভেঙে শাহিদ এই ছবিতে একেবারেই নতুন রূপে।  সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার।

Islami Bank

ট্রেলারে দেখা যায়, এক মুখ দাড়ি, উসকো-খুসকো চুল।  তবে শাহিদ কাপুরের চোখে রাগ নেই।  বরং চোখের চাহনিতে হতাশা।  সিনেমায় তার ছেলেকে একটা ক্রিকেট খেলার জার্সি উপহার দিতে চায় সে।  কিন্তু পকেটে পয়সা নেই।  স্ত্রীয়ের কাছে হাত পাততে হয়। টাকা-পয়সা নিয়ে রোজই ঝগড়া হয় স্ত্রীর সঙ্গে।  কিন্তু প্রথম থেকে যে সে এমনটা ছিল না। জনপ্রিয় ছিল দারুণ ক্রিকেট প্লেয়ার হিসেবে।  এখন সেসব অতীত!

আরও পড়ুন : ১৭ বছরেই দুই সন্তানের মা এই অভিনেত্রী

২০১৯ সালে মুক্তি পাওয়া তেলুগু ছবি ‘জার্সি’র রিমেকই শাহিদের এই ছবি।  তেলুগু ছবিটি জাতীয় পুরস্কার পেয়েছিল।  ছবিটির পরিচালক গৌতম তিন্নানাউরি।  ছবিতে শাহিদের বিপরীতে অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর।

one pherma

এই ছবির ট্রেলার দেখে তেলুগু ছবিটির অভিনেতা নানি জানিয়েছেন, ”শাহিদ খুবই ভালো অভিনেতা।  দর্শক অবশ্যই শাহিদের অভিনয় পছন্দ করবেন। আমার আশা এই ছবি বক্স অফিসেও ভালো করবে।”

ইতোমধ্যে ‘জার্সি’ ছবির ঝলক দেখে শাহিদভক্তরা প্রশংসায় পঞ্চমুখ নায়কের।  নেটিজেনরা মনে করছেন, এই ছবি আসলে ‘কবীর সিং পাট টু’!

ইবাংলা/এএমখান/২৪ নভেম্বর, ২০২১

Contact Us