বৈধতা পেল কোমল পানীয় মাহুয়া!

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মধ্যপ্রদেশে মহুয়া দিয়ে মদ তৈরি করার আইনি অধিকার দেওয়া হয়েছে।  সেখানে নতুন আবগারি নীতিতে বৈথ করা হয় এটি।  এই পানীয় রাজ্যের ‘ঐতিহ্যগত মদ’ হিসেবে বিক্রি হবে।  সোমবার (২২ নভেম্বর) মণ্ডলায় জনজাতীয় গৌরব দিবসে বক্তৃতাকালে এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

Islami Bank

তিনি বলেছেন, ‘সরকার একটি আবগারি নীতি তৈরি করছে, যার অধীনে কেউ যদি ঐতিহ্যগত উপায়ে মহুয়া দিয়ে মদ তৈরি করে তবে তা আর বেআইনি হবে না৷  এটি বিক্রি হবে৷  হেরিটেজ মদের নামে দোকানে যা তৈরি হবে এবং আদিবাসীদের কর্মসংস্থান ও আয়ের উৎস হবে।’

আরও পড়ুন : সোনার মাস্ক বানালেন ব্যবসায়ী

one pherma

এর ফলে মধ্যপ্রদেশের আদিবাসী সম্প্রদায়ের মানুষ মহুয়া থেকে পানীয় তৈরির আইনি ছাড়ও পাবেন।  এমনকি আদিবাসীরা এই পানীয় সরাসরি বিক্রিও করতে পারবেন, সেভাবেই তৈরি হবে নতুন আইন।  যদিও কংগ্রেস রাজ্য সরকারের এই পদক্ষেপের নিন্দা করেছে এবং ভারতীয় জনতা পার্টির নৈতিক অবক্ষয় বলে অভিহিত করেছে।

এএনআইকে দেয়া সাক্ষাৎকারে কংগ্রেসের মুখপাত্র, কে কে মিশ্র বলেছেন, এটা দুর্ভাগ্যজনক যে সরকার ‘কাচ্চি শরাব’কে বৈধ করতে চলেছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরসা মুণ্ডার জন্মবার্ষিকীতে ভোপালে ‘ট্রাইবাল প্রাইড ডে’ উদযাপনের সূচনা করেছিলেন।

ইবাংলা/এএমখান/২৪ নভেম্বর, ২০২১

Contact Us