নতুন সিনেমায় মমতাজ

বিনোদন ডেস্ক

করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় মঞ্চে ফিরেছেন শিল্পীরা। দেশ-বিদেশে গান করতে উড়াল দিচ্ছেন অনেকে।পিছিয়ে নেই ফোক সম্রাজ্ঞী মমতাজও। সংগীত পরিবেশন করতে ডিসেম্বরে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন তিনি। সংযুক্ত আরব আমিরাত ও দুবাই মাতিয়ে তিনি যাবে সৌদি আরবে। তবে দেশের বাইরে যাওয়ার আগেই হাতের কাজগুলো সম্পন্ন করছেন তিনি।

Islami Bank

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে মমতাজ কণ্ঠ দিলেন মুক্তিযুদ্ধকালীন এক মা ও একটি বাচ্চার গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘মা’র একটি গানে। চ্যানেল আইয়ের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। ক্লোজআপ তারকা মাহাদী ও মুনতাসীর তুষারের সুরে গানটির সংগীতায়োজন করেছেন মুনতাসীর তুষার।

one pherma

অরণ্য আনোয়ারের পরিচালনায় ‘মা’ সিনেমায় অভিনয় করছেন অভিনেতা আবুল কালাম আজাদ, সাজু খাদেম, চিত্রনায়িকা পরীমনি, ফারজানা ছবি, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবন্য, শাহাদাত হোসেন প্রমুখ। নভেম্বরের শুরুতে গাজীপুরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই দ্বিতীয় লটের শুটিং সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ২০২২ সালের শুরুর দিকে ‘মা’ প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

ইবাংলা / নাঈম/ ২৪ নভেম্বর ২০২১

Contact Us