সহপাঠী হত্যার বিচার দাবিতে রাজপথে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

মতিঝিলের শাপলা চত্বর ও এর আশপাশের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পথে নেমেছে শিক্ষার্থীরা।

Islami Bank

আরো পড়ুন: সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় কলেজ ছাত্র নিহত

বুধবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা থেকে মতিঝিলের শাপলা চত্বর ও এর আশপাশের সড়ক অবরোধ করে দোষী চালকের ফাঁসির দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। বিক্ষোভে অংশ নিয়েছে কয়েকশ শিক্ষার্থী। এতে আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

one pherma

মতিঝিল থানার ডিউটি অফিসার এস আই কলিমউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে। দুর্ঘটনায় জড়িত গাড়ির চালককে আটক করা হয়েছে।

পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া বলেন, আমরা ঘটনাস্থল থেকে জড়িত রাসেল নামে চালককে আটক করেছি। মামলার প্রস্তুতি চলছে। গাড়িটিও জব্দ করা হয়েছে। এছাড়া পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে।

ইবাংলা/টিপি/২৪ নভেম্বর২০২১

Contact Us