এবার রাজনীতির মঞ্চে চিত্রনায়িকা বর্ষা!

বিনোদন ডেস্ক

প্রথমবারের মতো নারীপ্রধান চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা বর্ষা।  রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত  ‘নেত্রী: দ্য লিডার’র চরিত্রের জন্য ভিন্ন লুকে ধরা দিয়েছেন এই সুন্দরী।  বর্ষার স্বামী চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক অনন্ত জলিল গত সেপ্টেম্বরে তার নতুন এই চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন।

Islami Bank

গত অক্টোবরে শুরু হয়েছে সিনেমার শুটিং।  প্রথম লটের কাজ শেষে এখন চলছে দ্বিতীয় ধাপের দৃশ্যধারণ।  অনন্ত জলিল ফেসবুক পেজে সিনেমার বিষয়ে নিয়মিত আপডেট দিচ্ছেন।  সেখানে তিনি শুটিংয়ের স্থিরচিত্র এবং ভিডিও প্রকাশ করেন।

আরও পড়ুন : ১৭ বছরেই দুই সন্তানের মা এই অভিনেত্রী

সেখানে দেখা যাচ্ছে—বর্ষা শাড়ি পরে ঘোমটা টেনে মঞ্চে ভাষণ দিচ্ছেন।  কখনও আবার অনেক মানুষের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন।  সিনেমায় অনন্তও আছেন।  তাকে দেখা যাবে নেত্রীর দেহরক্ষীর চরিত্রে।

one pherma

অনন্ত ফেসবুকে লিখেছেন—‘চলছে নেত্রী : দ্য লিডার চলচ্চিত্রের শুটিং।  আমাদের এই চলচ্চিত্রে অভিনয় করছেন কয়েকজন ভারতীয় স্বনামধন্য অভিনেতা।  ইতোমধ্যে প্রদীপ রাওয়াত বাংলাদেশে চলে এসেছেন এবং দ্বিতীয় ধাপের শুটিংয়ে তিনি যুক্ত হয়েছেন।’

সম্প্রতি রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে এক অনুষ্ঠানে নতুন সিনেমা ‘দিন দ্য ডে’র পোস্টার উন্মোচন ও আগামী ২৪ ডিসেম্বর মুক্তির তারিখ ঘোষণা করেন অনন্ত জলিল।

ইবাংলা/এএমখান/২৪ নভেম্বর, ২০২১

Contact Us