টাইগারদের কোচ হতে আগ্রহী আজহার

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তাদের সাড়া পেলে বাংলাদেশ দলের কোচ হতে চান ভারতের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। এ বিষয়ে তিনি দুইবার ভাববেন না- এমনটাই জানালেন বাংলাদেশের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে।

ভারতের কিংবদন্তি এই ক্রিকেটার বলেন, ‘আমি অনেক বছর ধরেই বাংলাদেশের কোচ হতে চেয়েছিলাম। কিন্তু কিছুই হলো না। তবে এখন প্রস্তুত আছি, যদি আমার কাছ থেকে তাদের কিছু শেখার আছে বলে মনে করে, সেক্ষেত্রে আমাকে একবার বললেই হবে।’

সাবেক এ অধিনায়ক বলেন ‘দেখেন বাংলাদেশ ২০ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে। তার মানে ওরা নিজেদের প্রমাণ করেই এসেছে। আমি মনে করি, এখানে কোচদের বেশি পরীক্ষা-নিরীক্ষা করা ঠিক হবে না। শুধু ক্রিকেটারদের ভুলগুলো ধরিয়ে দিলেই যথেষ্ট।’

বাংলাদেশ দলকে ভালো উইকেটে খেলার পরামর্শ দিয়ে আজহারউদ্দিন বলেন ‘বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যার নাম উইকেট। আমরা দেখেছি ঘরের মাঠে স্পিনাররা দারুণ টার্ন পাচ্ছে, কিন্তু বিদেশে গেলে সেই বোলাররাই আর ভালো করতে পারছে না। পেসারদের ক্ষেত্রেও একই সমস্যা। তাই আমি বলবো, তাদের ভালো উইকেটে খেলানোর অভ্যাস করতে হবে।’

এখন দেখার বিষয় ,ওয়ানডে এবং টেস্ট দুই ফরম্যাটেই সে সময়কার ভারতীয় দলের প্রধান ভরসা মোহাম্মদ আজহারউদ্দিনের এই আগ্রহের কি জবাব দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ইবাংলা / টিপি/ ২৫ নভেম্বর ২০২১

Contact Us