গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র কিরণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের পর গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হয়েছেন আসাদুর রহমান কিরণ।

Islami Bank

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে প্রজ্ঞাপন সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে মেয়র জাহাঙ্গীরকে বরখাস্ত করার কথা জানায় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। এরপর গঠন করা হয় তিন কাউন্সিলরের সমন্বয়ে একটি মেয়র প্যানেল, যাতে প্রথমে রাখা হয় ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কিরণের নাম।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ধারা ২০(২) এর বিধানমতে গাজীপুর সিটি করপোরেশনের নিম্নলিখিত কাউন্সিলরগণের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট একটি মেয়রের প্যানেল মনোনীত করা হলো।’

one pherma

প্যানেল মেয়রের তিন সদস্য হলেন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ, ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল আলীম মোল্লা ও ২৮, ২৯, ৩০ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার।

গত সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী বিএনপি দলীয় মেয়র এম এ মান্নানকে স্থানীয় সরকার বিভাগ বরখাস্ত করার পর আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্ব পালন করেছেন।

ইবাংলা /টিআর /২৫ নভেম্বর ২০২১

Contact Us