খাদ্য অধিদফতরে ১৮০ কোটি টাকা লুটপাট!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খাদ্য অধিদপ্তরের কর্তৃপক্ষের বিরুদ্ধে নিম্নমানের বস্তা ব্যবহার এবং বস্তায় অধিক পরিমাণ খাদ্যশস্য ভর্তি করার মাধ্যমে প্রায় ১৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কেন্দ্রীয় খাদ্য গুদাম এবং খাদ্য ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্সমেন্ট টিম।

Islami Bank

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) চালানো এ অভিযানের নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক বায়েজিদুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) শফি উল্লাহ।

one pherma

তিনি বলেন, টেন্ডার সিডিউল অনুযায়ী চালের বস্তা না কিনে নিম্নমানের বস্তা ব্যবহার এবং বস্তায় অধিক পরিমাণ খাদ্যশস্য ভর্তি করে প্রায় ১৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযান চালানো হয়েছে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

ইবাংলা /টিআর /২৫ নভেম্বর ২০২১

Contact Us