ময়লার গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় পান্থপথ এলাকায় মোটরসাইকেলে থাকা এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তির নাম আহমেদ কবির বলে জানা গেছে।

Islami Bank

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পান্থপথে বসুন্ধরা সিটির পাশে শাপলা ফার্নিচার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মারা যায় নাঈম হাসান (১৭) নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থী।

one pherma

নিহত মাইনুল হাসান নটরডেম কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছেন নটরডেম কলেজের প্রিন্সিপাল ফাদার হেমন্ত রোজারিও।

সে ঘটনা নিয়ে দুদিন ধরে বিক্ষোভ দেখিয়ে চলেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যেই আবারো এ ধরনের আরেকটি ঘটনা ঘটলো।

ইবাংলা /টিআর /২৫ নভেম্বর ২০২১

Contact Us