মহাসড়কে ৩ কিমি লম্বা যানজট

জেলা প্রতিনিধি,পাবনা

পাবনার কাজিরহাট-আরিচা রুটে চলাচলকারি সবচেয়ে বড় ফেরিটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকায় যানবাহন পারাপারে ধীরগতি দেখা দিয়েছে। এতে দুই পাড়ে আটকা পড়েছে ৩ শতাধিক যানবাহন। ফলে সড়কের ৩ কিলোমিটারজুড়ে সৃষ্টি হয়েছে যানজট। আপাতত ৩ টি ছোট ফেরিতে পারাপারের কাজ করা হচ্ছে।

শুক্রবার (২৬ নভেম্বর) সকালে কাজিরহাট ঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর থেকে বড় ফেরি শাহ মখদুমে যান্ত্রিক ত্রুটির কারনে সেটি মেরামতের জন্য আরিচাঘাটে পাঠানো হয়েছে। কপোতি ও কলমিলতা দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। আর ফেরি ফরিদপুর দিয়ে শুধু প্রাইভেট কার পারাপার করা হয়।

যাত্রী, চালক ও শ্রমিকরা বর্তমান অবস্থার জন্য ঘাটের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন। উত্তরাঞ্চলের কয়েকটি জেলার মানুষের দুর্ভোগ লাঘবে এই নৌপথে ফেরি চালু করা হয় কিন্তু সপ্তাহ না যেতেই ফেরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে।

সরেজমিনে কাজিরহাট ঘাটে দেখা গেছে, ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন যানবাহনের চালকরা। দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। ট্রাক টার্মিনাল, আবাসিক হোটেল, পাবলিক টয়লেট, যাত্রীছাউনি ও লাইটিংয়ের ব্যবস্থা না থাকায় ট্রাকচালকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আমিনপুর থানা পুলিশের (ওসি) রওশন আলম বলেন, ঘাটে আগত ট্রাকচালকদের জন্য রাতে পর্যাপ্ত নিরাপত্তা-ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ডাকাতি বা মালামাল চুরি হওয়ার সম্ভাবনা নেই।

কাজিরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, বিকল ফেরিটি মেরামতের জন্য আরিচাঘাটে পাঠানো হয়েছে। মেরামত শেষে যানবাহন পারাপারে যুক্ত না হওয়া পর্যন্ত এই বিড়ম্বনা কাটানো সম্ভব হচ্ছে না।

ইবাংলা/ টিপি/ ২৬ নভেম্বর, ২০২১

Contact Us