লিটন-মুশফিকের দারুণ জুটি

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম

দ্বিতীয় সেশনে খাদের কিনার থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নেমেছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম ও লিটন দাসের ঝলকে সেই চেষ্টায় অনেকটাই সাফল্য এসেছে। এই দুজনের ফিফটিতে দ্বিতীয় সেশনে কোন উইকেটই হারয়নি বাংলাদেশ।

Islami Bank

শুক্রবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম টেস্টের প্রথম দিন চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের রান ৪ উইকেটে ১৭১। দ্বিতীয় সেশনে টাইগাররা তুলেছে ১০২, হারয়নি কোন উইকেট।

one pherma

৭৬ রানে অপরাজিত আছেন লিটন, ৬৯ রান নিয়ে খেলছেন মুশফিক। পঞ্চম উইকেটে তাদের জুটিতে এসে গেছে ১৫১ রান।

ইবাংলা /টিআর /২৬ নভেম্বর ২০২১

Contact Us