আগুন নিভিয়েই দমকল কর্মীর মৃত্যু

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামের সাগরিকায় কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রনে আনার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন দমকল কর্মী। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Islami Bank

আরও পড়ুন: কেমিক্যাল গোডাউনে আগুন

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদ আহমেদ জানান, সাগরিকার আগুন নির্বাপণ শেষে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে অ্যাম্বুলেন্সে করে চমেক হাসপাতালে পাঠানো হয়। দুপুর দুটার দিকে চমেকে কার্ডিওলজি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

one pherma

প্রাথমিকভাবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।নিহত মো. মিলন ২০০৫ সালে ফায়ার ফাইটার হিসেবে ফায়ারসার্ভিসে যোগদান করেন বলে জানান তিনি।

ইবাংলা/টিপি/২৬ নভেম্বর২০২১

Contact Us