খোলা পোশাকে ফের উরফি ঝড়

বিনোদন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় মডেল ও আবেদনময়ী অভিনেত্রী উরফি জাভেদ।  নিজের পোশাক নিয়ে সবসময়ই চর্চায় থাকেন এই সুন্দরী।  বিগ বস ওটিটির সুবাদে লাইমলাইটে উঠে আসা উরফির নিত্যনতুন ফ্যাশন আর বোল্ড স্টাইল দেখে শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়।

Islami Bank

খোলামেলা পোশাকে শরীর দেখিয়ে সমালোচনার মুখে পড়লেও উরফির তাতে বিশেষ যায় আসে না।  তাই তো ফের খবরের শিরোনামে এই নায়িকা।  কয়েক দিন আগেই প্রায় শরীরের সবটুকু অংশ খোলা রেখে তিনি চলে গিয়েছিলেন শপিংমলে।

সেখানে ওই পোশাকে উরফিকে দেখে হতবাক সবাই। মোবাইল নিয়ে অনেকে ছবি তুলতে চলে আসেন। উরফি অবশ্য কাউকেই নিরাশ করেননি।  সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

ঠিক তার কয়েক দিন পরেই উরফি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোশাক বদলের একটি ভিডিও পোস্ট করেন।  সেখানে বুকের চেন খোলা একটি পোশাক পরেন তিনি।  যা নিয়ে ফের ট্রোলড হতে হয় নায়িকাকে।  সবাই বলতে থাকেন, এ কি রকম পোশাক পরছেন?

one pherma

তবে, এবারে উরফি যা করলেন তাতে সবার ঘুম হারাম। কালো প্যান্টের ওপর উরফি একটি কালো টপ পরেছেন।  কিন্তু সেই টপটি স্লিভলেস নেটের তৈরি।  উরফির শরীরের প্রায় সবটাই দৃশ্যমান।  সেই পোশাকে এয়ারপোর্টে পৌঁছে জান তিনি।

তবে যে যাই বলুন না কেন, উরফি তার স্টাইল স্টেটমেন্ট বদলাতে রাজি নন।  শাড়িতেও স্বচ্ছন্দ নায়িকা।  তবে সেখানেও রয়েছে চমক।  তার শাড়ি পরার স্টাইলে ক্লিন বোল্ড নেটিজেনরা।

ব্রালেট এবং তার সঙ্গে ম্যাচিং পেনসিল স্কার্টে মোহময়ী উরফি।  হাই থাই স্লিট রেড গাউনে অভিনেত্রী উরফি জাভেদ।  অ্যানিম্যাল প্রিন্ট বিকিনি টপেও আগুন ঝরিয়েছেন অভিনেত্রী।

ইবাংলা/এএমখান/২৭ নভেম্বর, ২০২১

Contact Us