দশতলা থেকে ছুড়ে ফেলা হল নবজাতককে

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর ওয়ারী এলাকার হেয়ার স্ট্রিটের সড়ক থেকে কোন এক বিল্ডিং থেকে ছুড়ে ফেলা এক নবজাতককে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। নবজাতকটিকে আনুমানিক রাত ১১ টার দিকে কয়েকেজন শিক্ষার্থী রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া অপূর্ব রবিদাস জানান,হেয়ার স্ট্রিট এলাকায় রাস্তার পাশে কয়েকজন বন্ধু মিলে বসে মোবাইলে গেমস খেলছিলেন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হঠাৎ একটি শব্দ শুনতে পেয়ে তারা এগিয়ে যান বিষয়টা দেখতে। সেখানে গিয়ে একটি নবজাতক মেয়ে শিশুকে রাস্তায় পরে থাকতে দেখেন তারা। তাদের ধারনা,কোনো একটি ভবন থেকে মেয়ে শিশুটিকে ‘সড়কে ছুড়ে ফেলা হয়েছে’।

অপূর্ব বলেন “সেখানে একটা ১০ তলা ভবন, আর ভবনের সামনের দিকে একতলা একটি টিনশেড রয়েছে। ওপর থেকে ওই টিনশেডের উপরে ফেলা হলে গড়িয়ে রাস্তার পড়ে শিশুটি।”

শব্দ শুনে আশপাশের লোকজনও জড়ো হয়। কিন্তু শিশুটির কোনো অভিভাবকের খোঁজ না পেয়ে স্থানীয়দের পরামর্শে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেই হাসপাতাল শিশুটিকে ভর্তি না রাখায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন অপূর্ব ও তার সঙ্গীরা।

সেখানে শিশুটিকে পরীক্ষা করে চিকিৎসকরা নিশ্চিত হন, সে তখনও বেঁচে আছে। তারপর তাকে নিওনেটাল ওয়ার্ডে ভর্তি করে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শুক্রবার রাতে ঢাকা মেডিকেলের নিওনেটাল বিভাগে শিশুটিকে ভর্তি করা হয়। সংশ্লিষ্ট থানাকেও বিষয়টি জানিয়েছেন তারা।

ইবাংলা/টিপি/২৭ নভেম্বর২০২১

Contact Us