খালেদার মুক্তির দাবিতে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর দাবিতে মশাল মিছিল করেছে দলটি। রাজধানীতে এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

Islami Bank

শুক্রবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে বিএনপি নেত্রীর মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসা করার অনুমতির দাবিতে মশাল মিছিল করা হয়। মিছিলটি মিরপুরের শেওড়াপাড়া থেকে ১০ নম্বর গোল চক্করের কাছাকাছি এলাকায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

one pherma

দলীয় সূত্রে জানা যায়, কাফরুল এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হঠাৎ আয়োজিত এই মশাল মিছিলে অংশ নেন। এ সময় তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে স্লোগান দেন।

ইবাংলা/টিপি/২৭ নভেম্বর২০২১

Contact Us