দিনের প্রথম ধাপে অল-আউট বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের লিটন-মুশফিকের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজ আগলে রাখেন একপাশ। তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। দলীয় ৩০০ রান পার করার পর তাইজুল ইসলামকে ১১ (২৮) রানে বিদায় করেন শাহিন আফ্রিদি।

Islami Bank

এরপর আবু জায়েদকে ৮ রানে ফেরান হাসান আলী। এবাদত হোসেনকে শূন্যতে বিদায় করে ষষ্ঠবার পাঁচ উইকেট শিকার করেন হাসান। মিরাজ অপরাজিত থেকে গেছেন ৩৮ (৬৮) রানে। বাংলাদেশের সংগ্রহ প্রথম ইনিংসে ৩৩০ রান।

প্রথম দিনে মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারিয়েও ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। মুশফিকুর রহম ও লিটন দাসের ব্যাটে প্রথম দিন শেষে স্বাগতিক দলের সংগ্রহ দাঁড়ায় ৮৫ ওভারে ২৫৩ রান।

লিটন দাস পান প্রথম শতকের দেখা, মুশফিকও হাটছিলেন একই পথে। তবে দ্বিতীয় দিনের সকালেই বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ গুঁড়িয়ে দিয়েছে সফরকারী বোলাররা।

one pherma

লিটন ফিরলেও আগের দিন ৮২ রানে অপরাজিত থাকা মুশফিক হাটছিলেন শতকের পথেই। কিন্তু তিনিও হতাশ করেছেন নার্ভাস নাইন্টিতে। ৯১ রানের মাথায় উইকেট রক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেন ফাহিম আশরাফের বলে। যদিও আউট হওয়া নিয়ে কিছুটা সন্দিহান ছিলেন, নিয়েছিলেন রিভিউ। কিন্তু বাঁচা গেল না।

পাকিস্তানের পক্ষে ৫ উইকেট নেন হাসান আলী, ২টি করে নিয়েছেন শাহিন আফ্রিদি ও ফাহিম আশরাফ। ১ উইকেট নিয়েছেন সাজিদ খান।

ইবাংলা /টিআর /২৭ নভেম্বর ২০২১

Contact Us