বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ফল প্রকাশ

মো: শামছুল আলম লিটন , বগুড়া

গত ২৬নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হওয়া বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে  আব্দুল হামিদ মিটুল (মোটরসাইকেল) এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ কবির আহম্মেদ মিঠু (মোমবাতি) বিজয়ী হয়েছেন।

Islami Bank

শনিবার সকাল সাড়ে ৬টায় বগুড়া জিলা স্কুল মাঠে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। ফলাফলে সভাপতি পদে আব্দুল হামিদ মিটুল ৯ হাজার ৭০৪ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল মোর্শেদ পেয়েছেন ১ হাজার ৮৪৯ ভোট। অপরদিকে, সাধারণ সম্পাদক পদে সৈয়দ কবির আহম্মেদ মিঠু ৬ হাজার ৫৯৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামছুদ্দিন শেখ হেলাল পেয়েছেন ৫ হাজার ৩২৬ ভোট।

সংগঠনের অন্যান্য পদে জয়লাভ করেছেন, কার্যকরি সভাপতি – আনোয়ার হোসেন(তালা), সহ-সভাপতি- ইব্রাহীম আলী(মশাল), শহিদুল ইসলাম(বক), শমসের আলী(পানপাতা) এবং ইদ্রিস আলী(তীর ধনুক) সহ- সাধারণ সম্পাদক – আনোয়ার হোসেন রানা(মোরগ), ইবাদুল করিম(কারগাড়ি) এবং ফাইন হোসেন(উট), কোষাধ্যক্ষ পদে- শফিকুল ইসলাম শফিক(ছাতা), সাংগঠনিক সম্পাদক – আব্দুর গফুর প্রাং(মুকুট), সমাজকল্যাণ সম্পাদক – লুৎফর রহমান(প্রজাপতি), সাংস্কৃতিক সম্পাদক – মাহবুবর রহমান মানিক(হরিণ), ক্রীড়া সম্পাদক  – আবুল কালাম আজাদ(ব্লাকবোর্ড), দপ্তর সম্পাদক – ইউনুস আলী লয়া(দোয়েল পাখি), প্রচার সম্পাদক – জালাল উদ্দীন(মাইক), আন্তঃজেলা সড়ক সম্পাদক পদে নুর আমিন মন্ডল(মাছ), অভ্যন্তরীণ সড়ক সম্পাদক সাখাওয়াত হোসেন(শাপলা ফুল), ধর্মীয় সম্পাদক – সাজ্জাদ হোসেন পিন্টু(পাঞ্জাবী) বিজয়ী হয়েছেন।

one pherma

এছাড়া সদস্য পদে সায়ের আলী ফকির(টিউবওয়েল), জহুরুল ইসলাম(প্লাস), বাবু মিয়া(সিএনজি), হযরত আলী(জিরাফ), আতিকুর রহমান মিলন(রিক্সা), তোফায়েল আহমেদ জয়(হাতি), শামীম উদ্দিন শেখ(ক্যাপ), শেখ ফরিদ(চঁাদ তারা), আনিছার রহমান(কলা), বাবলু মিয়া(খরগোশ)।

এর আগে, ২৬নভেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বগুড়া জিলা স্কুল মাঠে ৯০টি বুথে বিরতিহীন ভোটগ্রহণ চলে। নির্বাচনে ১৬ হাজার ৯০১জন ভোটারের মধ্যে ১২ হাজার ৯৫৫জন ভোটাধিকার প্রয়োগ করেন। এই নির্বাচনে ৩০টি পদে ১৬২ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেন।

ইবাংলা/টিপি/২৭ নভেম্বর২০২১

Contact Us