ধানক্ষেতে নারীর মরদেহ

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর মনোহরদীতে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার লেবুতলা ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Islami Bank

স্থানীয়রা জানান, সকালে মাঠে গরু চড়াতে গিয়ে ধানক্ষেতে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

one pherma

বিষয়টি নিশ্চিত করে মনোহরদী থানার এসআই মাসুদ রানা জানান, মরদেহের গলায় আঘাতে চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মর্গের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইবাংলা / নাঈম/ ২৭ নভেম্বর, ২০২১

Contact Us