যুদ্ধের মাঠে সৈনিকের পোশাকে প্রধানমন্ত্রী!

ইবাংলা ডেস্ক

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ বিদ্রোহী টাইগ্রে বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। যুদ্ধক্ষেত্রে তাকে সেনার পোশাকে দেখা যায়। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সেনা সদস্যদের মনোবল চাঙ্গা করতেই মুখোমুখি যুদ্ধে নেমেছেন ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী। এক ভিডিও বার্তায় তিনি এমনটাই জানান।

Islami Bank

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমরা শত্রুকে কবর না দেওয়া পর্যন্ত হাল ছেড়ে দেব না। আমরা দেখতে চাই একটি ইথিওপিয়া, যা আমাদের ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে। এ যুদ্ধে বিজয় নিশ্চিত জানিয়ে তিনি বলেন, শত্রুরা আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থান নেই, আমরা জিতব।

আবি আহমেদ বলেন, সামরিক বাহিনী কাসাগিতার নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া আফার অঞ্চলের চিফরা জেলা এবং বুরকা শহর পুনরুদ্ধার করার পরিকল্পনা করেছে। এক ভিডিওতে দেখা যায়, আবি আহমেদ সামরিক কর্মকর্তাদের সঙ্গে হেঁটে যাচ্ছেন। তার পরণে সেনাবাহিনীর পোশাক।

one pherma

প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী। এর আগে যুদ্ধে যাওয়ার ঘোষণা দেন তিনি। অবশেষে বুধবার (২৪ নভেম্বর) তিনি নিজেই যুদ্ধে যোগ দেন। যুদ্ধে নামার আগে নিজের রাষ্ট্রীয় দায়িত্ব ডেপুটিদের হাতে ন্যস্ত করেন আবি আহমেদ।

ইবাংলা / নাঈম/ ২৭ নভেম্বর, ২০২১

Contact Us