অচিরেই জাতীয় চার নেতা হত্যাকান্ডের বিচার হবে

দেওয়ান তাইফুর রহমান

শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্মৃতি সংসদ আয়োজিত ‘জেল হত্যা দিবস’ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (২৭ নভেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁও ফিল্ম আর্কাইভ প্রজেকশন হলে এ আলোচনা সভা করা হয়।

এ সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে ক্যাপ্টেন এম মনসুর আলী সম্পর্কে তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ আলোচনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশলী তানভীর শাকিল জয় এম.পি বলেন,শীগগীরই জেল হত্যাকান্ডের বিচার কার্যকর করা হবে।

মনসুর আলীর সুযোগ্য উত্তরসূরি নাসিম পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি বলেন, আমার দাদাসহ জাতীয় চার নেতাকে নৃশংসভাবে নির্বিচারে জেলখানা অর্থাৎ যেখানে সর্বোচ্চ নিরাপত্তায় থাকার কথা অথচ সেই জেলখানায়ই তাদের নির্মমভাবে হত্যা করা হয়।

এ প্রসঙ্গে জয় আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি তিনি যেন শহীদের আত্মার শান্তির লক্ষ্যে হত্যাকারীদের বিদেশ থেকে নিয়ে এনে এই বাংলার মাটিতে জাতীর সামনে তাদের সুষ্ঠ বিচার করেন।

আলোচনায় সভায় মুখ্য আলোচক বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার করে যেভাবে বাংলার মাটিতে বিচার কার্যকর হয়েছে ঠিক একইভাবে জাতীয় চার নেতা হত্যা বিচার অচিরেই হবে বলে আশা ব্যক্ত করেন।

কামাল হোসেন আরো বলেন, অসুস্থ খালেদাকে পুঁজি করে রাজনীতি করেছেন বিএনপি। এমনকি তারা চায় না খালেদা জিয়া সুস্থ হোক। তাই যদি ‘তাহারা’চাইতো তাহলে খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে করতেন না। তারেক রহমান নিজেও চায়না তার মা সুস্থ হোক কারণ তিনি তার মায়ের চাইতে টাকাকে বেশি ভালোবাসেন।

ইবাংলা /টিআর/ ২৭ নবেম্বর ২০২১

Contact Us