ডিসেম্বরেই আঘাত হানবে ‘জাওয়াদ’

ইবাংলা ডেস্ক

আঘাত আনতে পারে ‘ঘূর্ণিঝড় জওয়াদ’। আবহাওয়া অধিদফতর জানিয়েছে ,আগামী ৪৮ ঘণ্টায় মধ্যে আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এ পরিণত হতে পারে। সৌদি আরবের আবহাওয়াবিদরা ঘূর্ণিঝড়টির নাম দিয়েছেন‘জাওয়াদ’।

Islami Bank

দক্ষিণ আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে আকাশে মেঘের পরিমাণ বাড়তে পারে। নিম্নচাপটি ৩ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় জাওয়াদে রূপ নিতে পারে এমন তথ্যই দিয়েছে আবহাওয়া অধিদফতর।

one pherma

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ইবাংলা / টিপি/ ২৮ নভেম্বর, ২০২১

Contact Us