চার মেম্বার প্রার্থীসহ আটক ১৩

জেলা প্রতিনিধি, ফেনী

ইউনিয়ন পরিষদের ভোট চলাকালে ফেনীর ছাগলনাইয়ায় একটি ভোট কেন্দ্রের পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৮ নভেম্বর) সকালে ভোট চলাকালিন সময়ে শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক ভাবে পুলিশ চার মেম্বার প্রার্থীসহ ১৩ জনকে আটক করেছে ।

Islami Bank

আরও পড়ুন: তৃতীয় ধাপের ভোটগ্রহণ চলছে

one pherma

আটক চার মেম্বার প্রার্থী হলেন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের- শওকত জোবায়ের (আপেল), সোহেল রানা (ফুটবল), মোহাম্মদ সেলিম (তালা) ও মোহাম্মদ আবুল কালাম ওরফে সালামত উল্যাহ (মোরগ)। ছাগলনাইয়া থানার ওসি মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচনে প্রভাব সৃষ্টি ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে চারজন শুভপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আছেন।

ইবাংলা / টিপি/ ২৮ নভেম্বর, ২০২১

Contact Us