দেশে মৃত্যু ৩, শনাক্ত ২০৫

ইবাংলা ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা গেছেন তিনজন। আগের দিন করোনার সংক্রমণ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছিল। এদিকে, ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২০৫ জনের শরীরে। যা আগের দিন ছিল ১৫৫ জন। আগের দিনের চেয়ে মৃত্যু ও সংক্রমণের হার দুটোই বেড়েছে। তবে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কমেছে। আগের দিন সংক্রমণের হার ছিল ১ দশমিক ১৫ শতাংশ, যা কমে হয়েছে ১ দশমিক শূন্য ৩ শতাংশ।

Islami Bank

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (২৮ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৩১৭ জন। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৮১১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ।

one pherma

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ২ জন ও চট্টগ্রাম বিভাগের ১ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর আসে।

Contact Us