মসজিদেই ভোটগ্রহণ!
ইবাংলা ডেস্ক
নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নে তৃতীয় ধাপের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এ ইউনিয়নে একটি মসজিদের ভেতর বুথ বানিয়ে ভোটগ্রহণ হয়। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
নরসিংদীতে রোববার (২৮ নভেম্বর) ২২ টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রতিটি ইউনিয়নের স্কুল গুলো ছিল ভোট কেন্দ্র। কিন্তু নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাদুয়ারচর এলাকার ৫ নং ওয়ার্ডে কান্দাপাড়া জামে মসজিদকে কেন্দ্র হিসেবে ঘোষণা করে।
সেখানে আজ সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নিয়ে ভোটার ও স্থানীয়দের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এদিকে এই ওয়ার্ডের মেম্বার প্রার্থী আরমান মুন্সি ৭৫৪ ভোট পেয়ে বিজয়ী হলে পরাজিত প্রার্থী কামরুল খান ও তার সমর্থকরা কান্দাপাড়া জামে মসজিদ ভোট কেন্দ্রে হামলা চালায়। ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ভিতরে সদর এ্যাসিলেন্টসহ নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। পড়ে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়লে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন৷
ইবাংলা / এইচ /২৮ নভেম্বর, ২০২১