ব্যালটে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ সিল

ইবাংলা ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালেটে খালেদা জিয়ার মুক্তি চাই লিখে সিল দিয়েছেন একজন ভোটার। ইতোমধ্যেই যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে।

Islami Bank

রোববার (২৮ নভেম্বর) উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী দারুস সুন্নাত হামিদিয়া আলীম মাদরাসা কেন্দ্রে ‘খালেদা জিলার মুক্তি চাই’ সিল মারা ব্যালট পাওয়া যায়।

one pherma

জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে সকাল থেকে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোট চলে। বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে একটি ব্যালটে ‘খালেদা জিলার মুক্তি চাই, সোনারগাঁও থানা ছাত্রদল’ সিল মারা ব্যালট পাওয়া যায়। এ ব্যালটটি ফেসবুকে প্রচার হয়। ব্যালটটি ছিল চেয়ারম্যানের ব্যালট। সাদিপুর ইউনিয়নের নানাখী দারুস সুন্নাত হামিদিয়া আলীম মাদরাসা কেন্দ্রে এ ব্যালটটি পাওয়া যায়। ব্যালটে লাঙ্গল ও নৌকা প্রতিকের মাঝে কোনা করে খালেদা জিলার মুক্তি চাই, সোনারগাঁও থানা ছাত্রদল লিখে সিল মারা।

ইবাংলা / এইচ /২৮ নভেম্বর, ২০২১

Contact Us